দজ্জাল পিসি ¦ Gopal Bhar Classic ¦ Bangla Cartoon ¦ Episode - 36


ভারতীয় সনি আট চ্যানেলের বাংলা কার্টুন “গোপাল ভাঁড় দজ্জাল পিসি পর্ব নং ৩৬”

জলবায়ু খুব গরম থাকায় মহারাজা ও মন্ত্রী অশান্ত অবস্থায় আছেন। তারা পার্শ্ববর্তী হ্রদে একটি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা সাঁতার কাটার সময়, একটি দুষ্টু বানর এসে তাদের জামা বাইরে ছিনিয়ে নিয়ে যায়। তারা কীভাবে বের হবে এই ভয়ে তারা সেখান থেকে বের হচ্ছিল না। পথিমধ্যে গোপাল  সেখান দিয়ে যাচ্ছিল। গোপাল কীভাবে তাদের উভয়কে তাদের জামাকাপড় ফিরে পেতে সহায়তা করে তা দেখুন।

গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাঁকে তাঁর সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন।

No comments

Theme images by sololos. Powered by Blogger.