@@কিভাবে "ক" বন্ধুর স্মার্টফোনে ইউটিউবের রিসেন্ট সার্চে ওই নামটি আসল???@@



উদাহরন স্বরূপ "ক" ও "খ" দুই বন্ধু। তারা ঢাকায় একটি ফ্লাটে ভাড়া থাকে।
নিজের গ্রামে বেড়াতে যেতে হলে তাদের একটি নিয়ম আছে;
সেটি হলো, কমপক্ষে একজন গ্রামের বাড়িতে যেতে পারবে, আর একজনের তাদের ভাড়া করা ফ্লাটে থাকতে হবে।
"ক" বন্ধুর একটি কম্পিউটার রয়েছে সেটি তাদের ফ্লাটে। এবং হাতে রয়েছে একটি স্মার্টফোন।

একদিন "ক" বন্ধু সিদ্ধান্ত নিল যে, সে তার নিজের গ্রামের বাড়িতে এক সপ্তাহের জন্য বেড়াতে যাবে।
এবং "ক" বন্ধুর ফিরে আসার পর "খ" বন্ধু বেড়াতে যেতে পারবে।

"খ" বন্ধু বাড়িতে একা। তার হাতের স্মার্টফোনটি নষ্ট; যেটি ঠিক করা হয়নি।
তবে তাদের ফ্লাটে যে কম্পিউটার রয়েছে সেটি সে ব্যবহার করতে পারবে। এরকমটা "ক" বন্ধু বলে গিয়েছিল।

এদিকে নিজের গ্রামে বসে "ক" বন্ধু স্মার্টফোনে ইউটিউবের মাধ্যমে একটি মুভি দেখবে বলে ঠিক করল।
কিন্তু সে ইউটিউব ওপেন করে রিসেন্ট সার্চে "ম" নামে কিছু একটা দেখতে পেল।
"ক" বন্ধু কোনো সময়ই ওই নামটি ইউটিউবে লিখে সার্চ করেনি।

তাহলে, কেন এবং কিভাবে "ক" বন্ধুর স্মার্টফোনে ইউটিউবের রিসেন্ট সার্চে ওই নামটি আসল???


উত্তরটি মাথা খাটিয়ে দেয়ার চেষ্টা করুন।
পুরো গল্পটি পড়লে আপনার কাছে উত্তরটি সহজ মনে হবে।

No comments

Theme images by sololos. Powered by Blogger.